গাজীপুরে হেফাজত-পুলিশ সংঘর্ষ, ৭ পুলিশসহ আহত অন্তত ২০

By নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরে হেফাজতে ইসলাম ও পুলিশের মধ্যে সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর হেফাজত কর্মীরা বিক্ষোভ করতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-কমিশনার (অপরাধ-উত্তর) শরীফুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

তিনি জানান, হেফাজতে ইসলামের পূর্ব নির্ধারিত বিক্ষোভ কর্মসূচি মসজিদ চত্বরে পালনের অনুরোধ করা হয়েছিল। কিন্তু তারা মহাসড়কে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে হেফাজত কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

উপ-কমিশনার শরীফুর রহমান আরও জানান, হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, শতাধিক রাউন্ড টিয়ারশেল ও শটগান দিয়ে গুলি করে। ইটপাটকেলের আঘাতে পুলিশের সাত সদস্য আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

Gazipur-2.jpg
ছবি: সংগৃহীত

যোগাযোগ করা হলে গাজীপুর জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মাসুদুল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বোর্ডবাজার এলাকায় শান্তিপূর্ণ কর্মসূচি হয়েছে। শুনেছি চৌরাস্তা জামে মসজিদ থেকে কে বা কারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেনে। তাদের মধ্যে আমাদের কেউ ছিলেন কি না মসজিদের ইমাম সাহেব নিশ্চিত করে বলতে পারেননি এবং তিনি কাউকে চেনেন না বলে জানান।’

সংঘর্ষের ঘটনায় ১৫ থেকে ২০ জনের মতো আহত হয়েছেন। তবে ওই মসজিদে হেফাজতের পক্ষ থেকে কোনো কর্মসূচি ছিল না বলেও জানান তিনি।