আরও ৬ কোটি ৮০ লাখ ডোজ টিকা আনা হচ্ছে: অর্থমন্ত্রী
‘১৮ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে’
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: ফাইল ফটো/ সংগৃহীত
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদকে জানিয়েছেন যে সরকার আরও ৬ কোটি ৮০ লাখ ডোজ করোনা টিকা আনতে যাচ্ছে।
আজ রোববার তিনি এ তথ্য জানিয়েছেন।
জাতীয় সংসদে ছয় মাসের বাজেট বাস্তবায়নের ওপর প্রতিবেদনে তিনি বলেন, ‘এই টিকা বৈশ্বিক উদ্যোগ গ্যাভি কোভেক্সের মাধ্যমে আনা হবে।’
তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার থেকে তিন কোটি ডোজ টিকার চুক্তি হয়েছে যার আওতায় ৪৮ লাখ ৪০ হাজার টিকা দেওয়া হয়েছে।’
অবশিষ্ট টিকা আনার কাজ চলছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
‘বিশ্বের শীর্ষ ২০টি টিকা প্রদানকারী দেশের অন্যতম হিসেবে আমরা স্থান করে নিয়েছি’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সরকার সিদ্ধান্ত নিয়েছে ১৮ বছরের ওপরে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে।’