করোনায় মারা গেলেন নরসিংদী পুলিশের আরআই আসাদুজ্জামান

By নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

নরসিংদী পুলিশ লাইনসের রিজার্ভ ইন্সপেক্টর (আরআই) মো. আসাদুজ্জামান (৫৬) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। শনিবার রাত ১২টার দিকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশের এই কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২০ মার্চ রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে গতকাল রাতে তার মৃত্যু হয়।

কর্মজীবনে আসাদুজ্জামান আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেন।

করোনা যুদ্ধে পুলিশের দক্ষ এই কর্মকর্তার মৃত্যুতে নরসিংদী জেলা পুলিশ শোকা প্রকাশ করেছে। জেলা পুলিশের পক্ষ থেকে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।