কালবৈশাখীতে ঢাকার ফ্লাইট নামল চট্টগ্রাম ও কলকাতা বিমানবন্দরে

By স্টার অনলাইন রিপোর্ট

কালবৈশাখী ঝড়ের কারণে ঢাকার শাহজালাল বিমানবন্দরে দুটি যাত্রীবাহী এবং দুটি কার্গোবাহী ফ্লাইট নামতে পারেনি। এর মধ্যে তিনটি চট্টগ্রামে এবং একটিকে ভারতের কলকাতা বিমানবন্দরে পাঠানো হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, সন্ধ্যায় বরিশাল থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের বিএস-১৭৪ ফ্লাইটটি ঝড়ের কারণে ঢাকার আকাশে কয়েক দফা চক্কর দিয়ে নামতে না পেরে চট্টগ্রামে চলে যায়।

বাহরাইন থেকে আসা টার্কিশ এয়ারলাইন্স-এর একটি কার্গো পরিবহন টিকে-৬৫৬০ ফ্লাইটটি অবতরণের জন্য প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে নামতে ব্যর্থ হয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করে।

চীন থেকে আসা কুইক এয়ার কার্গোর ওয়াইজি-৯০৫৩ এবং কক্সবাজার থেকে আসা নভোএয়ারের ফ্লাইট ভিকিউ-৯৩৬ চট্টগ্রামে পাঠানো হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, সুবিধাজনক সময়ে ফ্লাইট চারটি আবার ঢাকা ফিরে আসবে।