আইপিএলে সাকিবের অনন্য রেকর্ড গড়ার লক্ষ্য

By স্পোর্টস ডেস্ক

আগে যা কেউ কখনো করতে পারেনি, এবার আইপিএলে  তেমন এক লক্ষ্য ঠিক করেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে একই ম্যাচে সেঞ্চুরি আর ৫ উইকেট পেতে চান তিনি।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর ১০ সেকেন্ডে প্রশ্নোত্তরের আয়োজনে এমন ইচ্ছার কথা জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, আইপিএলে কোন রেকর্ডটা তিনি ভাঙ্গতে চান, উত্তরে সাকিবের বড় স্বপ্ন, ‘সেঞ্চুরি করা এবং ৫ উইকেট নেওয়া (একই ম্যাচে)’

এবার আইপিএল কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে মুখিয়ে থাকবেন, এর উত্তরে সাকিব বেছে নেন মুম্বাই ইন্ডিয়ান্সের নাম। ২০১৪ সালে নিজের আইপিএল পারফরম্যান্সকে সেরা হিসেবে বেছে নেন সাকিব( সেবার ১১ উইকেট ও  ২২৭ রান করেছিলেন)।

এছাড়া কোন বোলারকে খেলার জন্য মুখিয়ে আছেন এতে দুজনের নাম নেন সাকিব,  ‘(জোফরা) আর্চারকে খেলার অপেক্ষায় ছিলাম, তবে ইনজুরির কারণে সে আইপিএল নেই। আরেকজন আছে প্যাট কামিন্স। তাকে নেটেই অনেক খেলব।’

সাকিবের রেকর্ড গড়ার লক্ষ্য পূরণ বেশ কঠিনই হবে। প্রথমত একাদশে জায়গা পেতে কঠিন লড়াই আছে তার। একাদশে জায়গা মিললেও সেঞ্চুরির করার জন্য অতো উপরের দিকে ব্যাট করার সুযোগ পাওয়াটা প্রায় অসম্ভব।