পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর পিছিয়ে গেল

By ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। এতে ছয় দিন পিছিয়ে গেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর।

আগামী রবিবার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুব দলের। কিন্তু লকডাউনের কারণে নতুন সূচিতে আগামী ১৭ এপ্রিল সফরে আসবে তারা।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, দুই দেশের বোর্ড আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশে প্রায় মাসখানেক অবস্থান করবে পাকিস্তানের যুবারা। সফরে তারা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে একটি যুব টেস্ট ও পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে।

সিরিজের যুব টেস্ট ও প্রথম তিনটি ওয়ানডে ম্যাচ হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। শেষ দুটি ওয়ানডে হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

করোনাকালে এটাই হতে যাচ্ছে বাংলাদেশের যুবাদের প্রথম সিরিজ। সফর শেষ করে আগামী ১০ মে দেশে ফিরবে পাকিস্তানের যুবারা।

সিরিজের সূচি:

তারিখ

ম্যাচ

ভেন্যু

২৩-২৬ এপ্রিল

চার দিনের ম্যাচ

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৩০ এপ্রিল

প্রথম ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

২ মে

দ্বিতীয় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৪ মে

তৃতীয় ওয়ানডে

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

৭ মে

চতুর্থ ওয়ানডে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

৯ মে

পঞ্চম ওয়ানডে

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম