রাজশাহীতে ব্যবসায়ীদের বিক্ষোভ

By নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

দেশব্যাপী চলমান সাত দিনের লকডাউনের তৃতীয় দিনে রাজশাহী শহরে দোকান খোলা রাখার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা।

আজ বুধবার সকালে ব্যবসায়ীরা দোকান খুললে পরে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত এসে দোকান বন্ধ করার অনুরোধ করে।

সেসময় ব্যবসায়ীরা দোকান খোলা রেখেই রাস্তায় বিক্ষোভ করতে থাকেন। তাদের কেউ কেউ মাটিতে শুয়ে বিক্ষোভ করেন।

আধা ঘণ্টা পর ভ্রাম্যমাণ আদালত চলে গেলে ব্যবসায়ীরা তাদের নিজ নিজ দোকানে চলে যান।

শহরের কাপড় পট্টি ব্যবসায়ী সমিতির অশোক সভাপতি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘হাতে গোনা কয়েকটা দোকান খোলা আছে। ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা করছেন।’

সরেজমিনে দেখা গেছে, গত দুই দিনের মতো আজকেও লকডাউনের মধ্যে রাজশাহীতে বেশিরভাগ দোকান খোলা ছিল।

আরও পড়ুন:

রাজশাহীর বেশিরভাগ দোকান খোলা