খুলেছে দোকান-শপিংমল, স্বাস্থ্যবিধি উপেক্ষা

By স্টার অনলাইন রিপোর্ট

লকডাউনের কারণে টানা চার দিন বন্ধ থাকার পর আজ শুক্রবার থেকে খুলেছে রাজধানীর বিভিন্ন দোকানপাট ও শপিংমল। কিন্তু, বেশ কয়েকটি দোকান ও শপিংমলে ক্রেতা-বিক্রেতাদের অনেককেই তেমন একটা স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন দোকান ও শপিংমলে গিয়েছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী পলাশ খান। তিনি জানান, রাজধানীর মিরপুর রোডের নূর ম্যানশন, গাউছিয়া ও নিউমার্কেট এলাকায় কয়েক শ ক্রেতা-বিক্রেতাকে স্বাস্থ্যবিধি না মানতে দেখা গেছে। তাদের বেশিরভাগ মাস্ক পরলেও কারও মাঝেই শারীরিক দূরত্ব ছিল না।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের জন্যে লকডাউন ঘোষণা করেছে সরকার। ৬ এপ্রিল জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম মহানগরসহ গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার সড়কে ৭ এপ্রিল থেকে সকাল ৬টা-সন্ধ্যা ৬টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে গণপরিবহন চলাচল করবে। তবে, দূরপাল্লার গণপরিবহন পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত যথারীতি বন্ধ থাকবে।

গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার শর্তে ৯-১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে।

সর্বশেষ আজ সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, আগামী ১৪ এপ্রিল থেকে সরকার আরও এক সপ্তাহের জন্যে সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

আরও পড়ুন:

১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউনের চিন্তা: সেতুমন্ত্রী

৯-১৩ এপ্রিল স্বাস্থ্যবিধি মানা সাপেক্ষে দোকান-শপিংমল খোলা

৫ এপ্রিল থেকে সারাদেশে এক সপ্তাহের লকডাউন

ঢাকা, চট্টগ্রামসহ ১১ সিটি করপোরেশন এলাকায় কাল থেকে গণপরিবহন চলবে

লকডাউনের ঘোষণায় ঢাকার বাস টার্মিনালগুলোতে ভিড়

গণপরিবহন বন্ধ, বিকল্প পরিবহনে অতিরিক্ত ভাড়া

রাজশাহীর বেশিরভাগ দোকান খোলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের অপেক্ষায় মানুষের ভিড়

বাসে আসন সংকট, অতিরিক্ত ভাড়া সিএনজি-রিকশায়