অভিনেতা এস এম মহসীনের অবস্থা আশঙ্কাজনক, প্লাজমা প্রয়োজন

By স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন প্রবীণ অভিনেতা এস এম মহসীনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। করোনায় তার ফুসফুস মারাত্মকভাবে সংক্রমিত হয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে তার জন্য জরুরিভিত্তিতে প্লাজমা প্রয়োজন।

আজ শুক্রবার সন্ধ্যায় নির্মাতা অনিমেষ আইচ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘তার অবস্থা খুবই ক্রিটিক্যাল। এই অভিনেতার জন্য জন্য জরুরি ভিত্তিতে ‘এ’ পজিটিভ প্লাজমা প্রয়োজন। যারা প্লাজমা দিতে আগ্রহী তারা ০১৭১৭৯৪২৪০৩ ও ০১৭১১৯৭৯১৮৯ নাম্বারে যোগাযোগ করতে পারেন।’

সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি পোস্টও দিয়েছেন এই নির্মাতা।

এস এম মহসীন সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছিলেন। গত ২ এপ্রিল সেখান থেকে ফেরার পরে তার করোনার উপসর্গ দেখা দিলে প্রথমে তাকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তীতে ইমপালস হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বারডেম হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি বারডেমে চিকিৎসাধীন।

এস এম মহসীন প্রায় চার দশক ধরে মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করছেন। অভিনয়ে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২০ সালে একুশে পদক পেয়েছেন। এছাড়া, তিনি দীর্ঘদিন শিল্পকলা একাডেমিতে চাকরি করেছেন।

আরও পড়ুন: