উখিয়া রোহিঙ্গা শিবিরের আগুন নিয়ন্ত্রণে

By স্টার অনলাইন রিপোর্ট

কক্সবাজারের উখিয়ায় বালুখালী ৯ নং রোহিঙ্গা শিবিরের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ঢাকায় দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার দ্য ডেইলি স্টারকে বলেন, দমকল বাহিনীর দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

আজ সোমবার দুপুর আড়াইটার দিকে আগুন লাগে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে গত ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুন লেগেছিল। সেসময় ক্যাম্পের অন্তত এক হাজার ঘর পুড়ে যায়।

আরও পড়ুন:

কক্সবাজারে বালুখালী রোহিঙ্গা শিবিরে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ১ হাজার ঘর