পল্টন থানায় মামলা: হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান।

তিনি জানান, গতকাল র‌্যাব ও ডিবি পুলিশের একটি দল যৌথভাবে তাকে চট্টগ্রাম থেকে আটক করে। পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

আরও পড়ুন:

২৬ মার্চের সহিংসতা: হেফাজত নেতা মামুনুল হকের নামে মামলা