চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে রোজা
প্রতীকি ছবি
হিজরি রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার থেকে রোজা শুরু।
আজ মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি ফরিদুল হক খান এ তথ্য জানান।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও মালয়েশিয়ায় আজ থেকে রোজা শুরু হয়েছে।