চট্টগ্রামে এক পোস্টে এক ঘণ্টায় ১৩ মামলা

By নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের জিইসি মোড়ে সরকারি আদেশ অমান্য করে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়ায় এক ঘণ্টায় ১৩টি মামলা হয়েছে।

মামলার পাশাপাশি অর্থদণ্ডও করা হচ্ছে আদেশ অমান্যকারীদের।

জিইসির মোড়ে দায়িত্বরত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্জেন্ট মো. আবু নাইম দ্যা ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমি তিনটার দিকে জিইসির মোড়ে দায়িত্বে আসি। আসার পর থেকে পাস ছাড়া গাড়ি নিয়ে বের হওয়ায় আটটি আর আমার সহকর্মী আরও পাঁচটি মামলা করেন।’

অর্থদণ্ডে দণ্ডিত হওয়া আবু কালাম দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘আমাকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমি জানতাম না যে বের হতে হলে পাস নিতে হয়।’