‘কবরী রোড’ আছে যে শহরে

By স্টার অনলাইন রিপোর্ট

১৯৬৯ সালে কবরী অভিনীত ‘কখগঘঙ’ সিনেমার শুটিং হয়েছিলো চুয়াডাঙ্গা শহরে। সেই বাড়িসংলগ্ন সড়কের নামকরণ করা হয় ‘কবরী রোড’।

kobori bari.jpg
চুয়াডাঙ্গা শহরের ‘সেতাব মঞ্জিল’ যেখানে শুটিং হয়েছিল সিনেমাটির। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের ‘সেতাব মঞ্জিল’ নামের বাড়িতে ১৯৬৯ সালে ‘কখগঘঙ’ সিনেমার শুটিংয়ের কারণে ওই বাড়িতেই থাকতেন কবরী-রাজ্জাকসহ সিনেমার পুরো টিম। আর সেই বাড়িকে কেন্দ্র করেই ওই পুরো রাস্তার নাম হয়েছে কবরী রোড।

kobori bari2.jpg
সেতাব মঞ্জিল-এর সামনে কবরী রোড। ছবি: সংগৃহীত

ওই সিনেমার চিত্রগ্রাহক ছিলেন প্রয়াত বেবী ইসলাম। শুটিংয়ের খরচ কমানোর জন্য নিজ শহর চুয়াডাঙ্গায় সিনেমার চিত্রগ্রহণ করছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছিলেন নারায়ণ ঘোষ মিতা। চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে শুটিং করা হয়েছিল এই সিনেমার। পরে ১৯৭২ সালে মুক্তি পায় ‘কখগঘঙ’। কবরী রোডের ওই বাড়িটা এখন পরিণত হয়েছে ‘কবরী মেসে’।

আরও পড়ুন: