পিরোজপুরে অধ্যাপক তারেক শামসুর রেহমানের দাফন সম্পন্ন

By নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানের দাফন পিরোজপুরে সম্পন্ন হয়েছে।

আজ সোমবার সকালে পিরোজপুর শহরের ইদগাহ মসজিদে জানাজা শেষে পিরোজপুর পৌর কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন দেওয়া হয়।

তার জানাজা নামাজে শহরের সর্বস্তরের মানুষ শারীরিক দূরত্ব মেনে অংশ নেন।

গত শনিবার সকালে ঢাকার উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের নিজ ফ্ল্যাটে অধ্যাপক তারেক শামসুর রেহমানকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

শামসুর রেহমানের বাবা এডভোকেট আতাউর রহমান খান পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া শামসুর রেহমানও পিরোজপুরের প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ছিলেন।

আরও পড়ুন:

অধ্যাপক তারেক শামসুর রেহমানের মরদেহ উদ্ধার