মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত

By স্টার অনলাইন রিপোর্ট

মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মাঠ পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় বন্ধ থাকার কারণে বিভিন্ন পর্যায়ের সরকারি উন্নয়ন ও নিয়মিত কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। আর্থিক বছরের শেষ প্রান্তে বর্ণিত পরিস্থিতি বিবেচনায় মাঠ পর্যায়ে (বিভাগীয়, জেলা, উপজেলা) হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় সীমিত পরিসরে খোলা রেখে কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।