ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক তৈয়বের জামিন নামঞ্জুর

By নিজস্ব সংবাদদাতা, খুলনা

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক আবু তৈয়বের জামিন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিম গোলাম সারওয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন আদেশ দেন।

আদালতের ভার্চুয়াল শুনানিতে আবু তৈয়বের পক্ষে তার আইনজীবী আক্তার জাহান রুকু জামিন আবেদন করেছিলেন। আক্তার জাহান রুকু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু তৈয়ব এনটিভি ও দৈনিক লোক সামাজের খুলনা জেলা প্রতিনিধি। গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন
খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সাংবাদিক কারাগারে