হেফাজতের ঢাকা মহানগর সহ-দপ্তর সম্পাদক ইহতেশামুল হক গ্রেপ্তার

By স্টার অনলাইন রিপোর্ট

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগর শাখার সহ-দপ্তর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ডিবি পুলিশের তেজগাঁও টিম তাকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগ) দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সহ-দপ্তর সম্পাদক ইহতেশামুল হক সাখীকে বিকেল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:

হেফাজতের যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবী গ্রেপ্তার

হেফাজত নেতা মামুনুল গ্রেপ্তার

হেফাজত নেতা মুফতি শরিফউল্লাহ গ্রেপ্তার

মোহাম্মদপুর থেকে হেফাজত নেতা আতাউল্লাহ আমিন গ্রেপ্তারপল্টন থানায় মামলা: হেফাজত নেতা আজিজুল হক ইসলামাবাদী গ্রেপ্তার

হেফাজত নেতা খুরশিদ আলম কাসেমী ও খেলাফত মজলিশ নেতা শারাফত হোসাইন গ্রেপ্তার

খেলাফত মজলিস ও হেফাজত নেতা কোরবান আলী কাসেমী গ্রেপ্তার