একমাস পর কথা বললেন নায়ক ফারুক

By স্টার অনলাইন রিপোর্ট

বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ একমাস পর কথা বলতে পেরেছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

নায়ক ফারুকের স্ত্রী ফারহানা ফারুক পাঠান আজ বুধবার বিকালে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দীর্ঘ একমাস পর গতকাল থেকে কথা বলছেন আপনাদের মিয়াভাই। তার কথা শুনে কী আনন্দিত হয়েছি সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা বোঝানোও যাবে না। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার সুস্থতার জন্য  দেশবাসীর কাছে দোয়া  চাইছি।’

নায়ক ফারুক গত ৪ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। গত ২১ মার্চ থেকে আইসিইউতে ছিলেন তিনি।

নায়ক ফারুক এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় আসেন। অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৬ সালে ভূষিত হয়েছেন আজীবন সম্মাননায়। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে- সারেং বৌ, লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, মিয়া ভাই, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে ইত্যাদি।

আরও পড়ুন: