এলপি গ্যাসের দাম ৬৪ টাকা কমে ৮৪২ টাকা

By স্টার অনলাইন রিপোর্ট

বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এলপি গ্যাসের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী একটি ১২ কেজির সিলিন্ডারের দাম ৬৪ টাকা কমিয়ে ৮৪২ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

আজ সোমবার বিইআরসি চেয়ারম্যান আব্দুল জলিল এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, এলপি গ্যাসের পুনর্নির্ধারিত দাম আগামী মাস (জুন) থেকে কার্যকর হবে।

মে মাসের সৌদি চুক্তি মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

গতমাসে বিইআরসি এলপি গ্যাসের দাম সাত শতাংশ কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করেছিল।