ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

By স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর ধানমন্ডিতে সড়ক দুর্ঘটনায় বশির উদ্দিন (৪৪) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিনগত রাতে ধানমন্ডির সাত নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বিশ্বাস। তিনি জানান, পটুয়াখালীর দুমকী উপজেলার বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন তালুকদারের ছেলে বশির। তিনি মিরপুর ডিভিশনের সহকারী কমিশনারের (পেট্রোল) দেহরক্ষী হিসেবে কর্মরত ছিলেন। থাকতেন মিরপুর এলাকার একটি ফাঁড়িতে।

এসআই পলাশ বিশ্বাস বলেন, ‘হাজারীবাগ এলাকায় একটি ফ্যান মেরামত করতে দিয়েছিলেন বশির। গত রাতে কাজ শেষে হাজারীবাগ থেকে ফ্যান নিয়ে সাইকেল চালিয়ে মিরপুরের দিকে ফিরছিলেন। ধানমন্ডি সাত নম্বর সড়কের ঢাকা ব্যাংকের সামনে আসলে অজ্ঞাত কোনো যানবাহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মরদেহের পাশে তার সাইকেল ও ফ্যানটি পড়ে ছিল। পরে খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।’

বশিরকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।