কী থাকছে দেশের প্রথম পাতালরেলে?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

দেশের প্রথম পাতালরেলের কাজ শুরু হবে ২০২২ সালের মার্চ থেকে, জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এই ম্যাস র‍্যাপিড ট্রানজিট লাইন-১ বা এমআরটি-১ মাটির নিচ দিয়ে ঢাকা বিমানবন্দর থেকে যাবে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত এবং নতুন বাজার থেকে পুর্বাচল পর্যন্ত অংশটি হবে এলিভেটেড।

দেশের প্রথম পাতালরেল নিয়ে নগরবাসীর প্রত্যাশা কী? নগরজীবনে কী পরিবর্তন নিয়ে আসবে পাতালরেল?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেশের প্রথম পাতালরেল নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।