আবু ত্ব-হা ‘গুম’ হয়েছিলেন, না অন্য কিছু?

By স্টার নিউজ+

আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের নিখোঁজ রহস্য এবং ফিরে আসা নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। তিনি নিখোঁজ হওয়ার আট দিন পর ফিরে এলে পুলিশ জানায়, এসময় তিনি এক বন্ধুর বাসায় লুকিয়ে ছিলেন। কেন নিখোঁজ ছিলেন আবু ত্ব-হা? কেউ কি আসলেই জানতো না তার অবস্থান?

আবু ত্ব-হার ঘটনা নিয়ে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল একটি প্রতিবেদন। প্রতিবেদনের সেই ঘটনার ব্যাপারে আরও জানতে দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা সবুজ গিয়েছিলেন গাইবান্ধায় আবু ত্ব-হার বন্ধুর বাড়িতে। তার অভিজ্ঞতা নিয়ে আজকের স্টার নিউজ+।