হুমকির মুখে টাঙ্গাইলের শালবন
টাঙ্গাইলের শালবন বাংলার সমতল ভূমিতে হাজার বছর ধরে সমৃদ্ধ জীববৈচিত্র্য লালন করে আসছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বহু পরিবারের ঠাঁই হয়েছে এই শালবনে। দখলদারদের কারণে এখন এই বনের অস্তিত্ব হুমকির মুখে।
দ্য ডেইলি স্টারে এই বিষয়ে ছাপা হয় প্রতিবেদন—‘হুমকির মুখে টাঙ্গাইলের শালবনের অস্তিত্ব’। স্টার নিউজ+ এ থাকছে এই প্রতিবেদনের পেছনের গল্প।