সাম্বার তালে তালে ‘জাগো বনিতা’ বন্দনা
এবার বিশ্বকাপ জেতার অন্যতম দাবিদার ব্রাজিল। দলে আছেন ছন্দে থাকা ঝাঁক তারকা ফুটবলার। তবু প্রথম ম্যাচে বেশিরভাগের পারফরম্যান্স ছিল হতাশার। সুইজারল্যান্ডের বিপক্ষে জিততে পারেনি ব্রাজিলও। কোস্টারিকার বিপক্ষে ছন্দময় ফুটবলের পসরা সাজিয়েও গোল পাওয়া হচ্ছিল না। একদম শেষ মুহূর্তের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। এই জয়ের পর উদযাপনে মেতে উঠেন ব্রাজিলিয়ানরা। সেন্ট পিটার্সবার্গে জড়ো হওয়া দর্শকরা তো বটেই, ব্রাজিলের সাও পাওলো, রিওডি জেনিরোতে সাম্বার তালে তালে হয়েছে উল্লাস। বন্দনা হয়েছে ‘জাগো বনিতা’ বা সুন্দর ফুটবলের।
রয়টার্সের সৌজন্যের ব্রাজিল সমর্থকদের কিছু ছবি...
উৎসবে আর্জেন্টিনা সমর্থকদেরও জড়িয়ে ধরে ব্রাজিলিয়ানরা।