কারো হাসি, কারো কান্না

By স্পোর্টস ডেস্ক

ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ওঠা যেন ক্রোয়েটদের কাছে স্বপ্নের চেয়েও যেন বড় কিছু। ইংল্যান্ডকে হারিয়ে  তা ধরা দেওয়ায় ক্রোয়েশিয়ার গোটা দেশই যেন এখন উৎসব মঞ্চ। অন্যদিকে সেই ১৯৬৬ সালের পর আরেকবার বিশ্বকাপ জেতার সবচেয়ে বড় আশা নিয়ে অপেক্ষায় ছিল ইংলিশরা। ফুটবলের জন্মদাতা দেশ এবার স্লোগান ধরেছিল ‘বিশ্বকাপের আঁতুড় ঘরে ফেরার’। খুব কাছে এসেও স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয়েছে তাদের। দুই দেশের সমর্থকদের অভিব্যক্তিতেও ধরা পড়েছে এসব চিত্র... ছবি: রয়টার্স 

 

2.JPG

 

2018-07-11T200116Z_1718620062_RC13BD159DE0_RTRMADP_3_SOCCER-WORLDCUP-CRO-ENG-FANS.JPG

 

2018-07-11T205418Z_605223209_RC13A0A2EAD0_RTRMADP_3_SOCCER-WORLDCUP-CRO-ENG-FANS (1).JPG

 

5.JPG

 

6.JPG

 

7.JPG

 

8.JPG

 

2018-07-11T211541Z_798424577_RC17C52CEC70_RTRMADP_3_SOCCER-WORLDCUP-CRO-ENG-FANS.JPG

 

2018-07-11T204025Z_1440443711_RC1F8A130330_RTRMADP_3_SOCCER-WORLDCUP-CRO-ENG-FANS.JPG

 

11.JPG

 

12.JPG