উইম্বলডনেও তামাশার পাত্র হলেন নেইমার!
শুধু ফুটবল অঙ্গন নয়, নেইমারের ইচ্ছাকৃতভাবে পড়ে যাওয়ার ব্যাপারটা বোধহয় বিনোদনের খোরাক যোগাচ্ছে বাকি খেলাগুলোতেও। যেমনটা এবার দেখা গেলো উইম্বলডনের কোর্টেও। পিঠে বল লাগায় নেইমারের মতো ব্যথা পাওয়ার ভান করে পড়ে গিয়ে নেইমারকে নিয়ে ঠাট্টা করেছেন এক টেনিস খেলোয়াড়!
গত পরশু উইম্বলডনের সিনিয়র ডাবলস ম্যাচের তৃতীয় রাউন্ডের ম্যাচে নেইমারকে নিয়ে এমন মজা করেন সাবেক সুইডিশ খেলোয়াড় ইয়োনার্স বোর্কম্যান। ম্যাচের এক পর্যায়ে সঙ্গী টড উডব্রিজের মারা বল পিঠে এসে লাগে বোর্কম্যানের। খুব বেশি ব্যথা যে পাননি সেটা তার মুখের হাসি দেখেই বোঝা যাচ্ছিল।
কিন্তু কিছু সময় পরে হঠাৎ নেইমারের কথা মনে পড়াতেই কী না, পেটে হাত দিয়ে ঘাসে শুয়ে পড়ে কাতরাতে শুরু করে দেন তিনি! এদিক ওদিক গড়াগড়িও খেয়েছেন বেশ কিছুক্ষণ।
Anyone call for a doctor? No, us neither...
Wimbledon (@Wimbledon) July 12, 2018
...but Mansour Bahrami still comes to the rescue anyway #Wimbledon pic.twitter.com/QkJVE6Z5WG
বোর্কম্যানের এমন কর্মকাণ্ডে দর্শকেরা তো বটেই, মজা লুটেছেন প্রতিপক্ষ খেলোয়াড়রাও। দুই প্রতিপক্ষের একজন মনসুর বাহরামি জাল পার হয়ে বোর্কম্যানের কাছে গিয়ে সাহায্য চাওয়ার মতো করে হাত নাড়াতে থাকেন, পড়ে যাওয়ার পর যেমনটা করে থাকেন নেইমার!
ঘটনাটায় দর্শকেরা যতই মজা পান না কেন, নেইমারের যে নিশ্চিতভাবেই তা ভালো লাগবে না, সেটি তো বলাই বাহুল্য!