ইংল্যান্ডের টেস্ট দলে অভিষেকের অপেক্ষায় থাকা পেনিংটন, স্মিথ

By স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার ডিলন পেনিংটন। তার সঙ্গে প্রথমবার দলে এসেছেন কিপার ব্যাটার জেমি স্মিথ। দল থেকে বাদ পড়েছেন জনি বেয়ারস্টো, বেন ফোকস, ওলি রবিনসনের মতন তারকারা। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ১৪ জনের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। তাতেন কিপার ব্যাটার বেন ফোকস ও জনি বেয়ারস্টোর বাদ পড়ার পেছনে আছে সাম্প্রতিক ছন্দ। ফোকসের বদলে জায়গা পাওয়া স্মিথ কাউন্টি চ্যাম্পিয়নশিপে পঞ্চাশের উপরে গড়ে ৫০৭ রান করেছেন। একই আসরে নটিংহ্যামশায়ারের হয়ে ২৯ উইকেট নিয়ে টেস্ট দলে এসেছেন পেনিংটন।

ভারতের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন টম হার্টলি, ওলি রবিনসন, জ্যাক লিচ ও মার্ক উড। স্পিন আক্রমণে কেবল আছেন অফ স্পিনার শোয়েব বশির।

ভারতের বিপক্ষে সুযোগ পাওয়া পেসার গাস অ্যাটকিনসন ধরে রেখেছেন জায়গা, তিনিও আছেন অভিষেকের অপেক্ষায়। দলে ফিরেছেন অভিজ্ঞ ক্রিস ওকস।  ক্যারিবিয়ানদের বিপক্ষে তাই অনেকটা নতুন বোলিং আক্রমণ দেখা যাবে ইংলিশদের।

কিংবদন্তি জেমস অ্যান্ডারসনকে দলে নেওয়া হয়েছে কেবল প্রথম টেস্টের জন্য। প্রথম টেস্ট খেলেই ২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন একমাত্র পেসার হিসেবে ৭০০ উইকেটের বেশি পাওয়া এই ডানহাতি।

লর্ডসে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট শুরু হবে ১০ জুলাই। নটিংহ্যামে দ্বিতীয় টেস্ট ১৮ জুলাই। আপাতত এই দুই টেস্টের জন্যই দেয়া হয়েছে দল।  ২৬ জুলাই বার্মিংহামে তৃতীয় ও শেষ টেস্টের দল দেওয়া হবে পরে। 

ইংল্যান্ডের টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন (কেবল প্রথম টেস্টের জন্য), গাস অ্যাটকিনসন, শোয়েব বশির, হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, জো রুট, বেন ডাকেট, ড্যান লরেন্স, ডিলন পেনিংটন, ওলি পোপ, ম্যাথু পটস, জেমি স্মিথ, ক্রিস ওউকস।