আর্জেন্টিনার বিপক্ষে বিশেষ জয়ের দিকে চোখ কানাডার

By স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বেও খেলেছিলো কানাডা। লড়াই করেও পরে হারতে হয়েছিলো তাদের। ফের কোপা আমেরিকার সেমিফাইনাল মঞ্চে বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি কানাডা। এবারই প্রথম কোপায় খেলতে এসে সেমিফাইনালে উঠাই স্মরণীয় অভিজ্ঞতা। তবে এখানেই থেমে থাকতে চায় না দলটি। আর্জেন্টিনার বিপক্ষে জয় তুলে নিয়ে বিশেষ কিছু করতে চায় তারা। কোচ জেসি মার্শ দিলেন এমনই বার্তা।

বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টায় কোপার সেমিতে মুখোমুখি হবে দু'দল। এর আগে গ্রুপ পর্বের লড়াইয়ে ২-০ গোলে জিতেছিলো আর্জেন্টিনা।

সাম্প্রতিক ফল শুধু নয়, যেকোনো বিচারেই কানাডা থেকে যোজন যোজন এগিয়ে আর্জেন্টিনা। এমন দলের বিপক্ষে সেমির মতন মঞ্চে খেলাটাই কানাডার জন্য বড় অভিজ্ঞতা। তবে  লিডস ইউনাইটেড ও আরবি লাইপজিগের সাবেক কোচ মার্শ প্রতিপক্ষকে নিয়ে ভাবতে চান না এভাবে।

তিনি বরং তাকিয়ে আছেন বিশেষ জয়ের দিকে,   'কেবল বিশেষ অভিজ্ঞতা অর্জনের জন্য নয়, আমার মন পুরোপুরি মুখিয়ে আছে বিশেষ জয়ের দিকে।'

এর আগের লড়াইয়ে হেরে যাওয়ায় কয়েকটা জায়গায় ভুল দেখছেন মার্শ। সেসব ঠিক করে নক আউট ম্যাচে ভিন্ন কিছু করার বিশ্বাস তার মনে,  'আমি মনে করি আমরা আরো শানিত ও অনেক বেশি আত্মবিশ্বাসী।'

আর্জেন্টিনাকে থামাতে বোতলবন্দি করতে হবে তাদের সেরা তারকা মেসিকে। মেসির বিপক্ষের আগের ম্যাচে যেসব ভুল করেছে সেসব শোধরে নিয়ে নামবে কানাডা। মার্শ জানালেন মেসিকে দমিয়ে রাখার নির্দিষ্ট ছক কষে রেখেছেন তারা,  'আমরা গত ম্যাচে মেসির বিপক্ষে পর্যাপ্ত ভালো খেলিনি। সে গোলকিপারের কাছে উন্মুক্তভাবে অনেক যেতে পেরেছে। আমরা তাকে পাহারা দিতে পারিনি। আমরা কীভাবে রক্ষণ সামলাবো সেখানে তাকে প্রাধান্য দিব।'

'আমরা নির্দিষ্ট কিছু জিনিস করে তার কাজটা কঠিন করে দেব। তাকে কম জায়গা দেওয়া তারর মধ্যে একটা।'

'তাকে আমরা আমাদের সীমানায় উন্মুক্তভাবে ছুটতে দিতে চাই না। আমরা সবাই জানি এই খেলাটার সেরা শ্রেষ্ঠতম।'