‘কোনো বিতর্ক নেই’—বাংলাদেশি আম্পায়ার সৈকতের সিদ্ধান্তকে বিশেষজ্ঞদের সমর্থন

যশস্বী জয়সওয়ালের আউটকে কেন্দ্র করে তৃতীয় আম্পায়ার হিসেবে থাকা শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের দেওয়া সিদ্ধান্ত নিয়ে পক্ষে-বিপক্ষে অনেক আলোচনাই হচ্ছে সামাজিকমাধ্যমে। তবে এখানে বিতর্কের কিছুই দেখছেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। বাংলাদেশি এই আম্পায়ারের সিদ্ধান্তকে সমর্থন করছেন তারা।

মেলবোর্নে সোমবার চতুর্থ টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪০ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৫৫ রানে গুটিয়ে যায় ভারত। তবে ভারতীয়রা আর আধ ঘণ্টার কিছু বেশি সময় ব্যাটিং করতে পারলে বাঁচাতে পারতো ম্যাচটি। যে কারণে জয়সওয়ালের আউট মানতে পারছেন না ভারতীয়রা।

দিনের খেলা তখন এক ঘণ্টারও কিছু কম সময় বাকি। ১৪০ রানে ৬ উইকেট হারানো ভারতীয়দের আশা দেখাচ্ছিলেন জয়সওয়াল। এক প্রান্ত আগলে দারুণ ব্যাটিংয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এরপর প্যাট কামিন্সের বাউন্সারে পুল করতে গেলে গ্লাভসে লাগে জয়সওয়ালের। তবে মাঠের আম্পায়ার আউট দেননি।

পরে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন অজিরা। যেখানে দায়িত্বে ছিলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত। রিপ্লেতে দেখা যায় স্নিকো ঠিকঠাক কাজ করছিল না। বল ব্যাটের কাছে আসার আগে থেকেই স্পাইক দেখাচ্ছিল। গ্লাভসের লাগার সময় ছিল সমান। কিন্তু স্পষ্ট দেখা যায় বল কিছুটা বিচ্যুতি হয়েছে। তাই প্রযুক্তি এড়িয়ে মাঠের তাকে আউট ঘোষণার সিদ্ধান্ত দেন সৈকত। এ সময় ৮৪ রানে ব্যাটিং করছিলেন জয়সওয়াল।

মাঠের আম্পায়ার উইলসনকে তখন সৈকত বলেছিলেন, 'আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে বল গ্লাভসে লেগেছে। আপনাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে।'

বিশ্বখ্যাত সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টাফেল এই সিদ্ধান্তকে সমর্থন করে বলেন, 'তৃতীয় আম্পায়ার সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। প্রযুক্তির নিয়ম অনুযায়ী, যদি ব্যাটের স্পর্শের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়, তবে অতিরিক্ত প্রযুক্তি ব্যবহারের প্রয়োজন নেই।'

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংও এই সিদ্ধান্তকে সঠিক বলে মত দেন, 'তারা যেভাবে বিশ্লেষণ করবে করুক, বল স্পষ্টতই গ্লাভসে লেগেছে। আমি তখনই এটি ধরতে পেরেছিলাম। জয়সওয়ালও হাঁটা শুরু করেছিল। স্নিকো এটি প্রমাণ করতে না পারলেও রিপ্লেতে গ্লাভসে বল স্পর্শের দৃশ্য ধরা পড়েছে। আমার মতে, এতে কোনো বিতর্কের সুযোগ নেই।'

শুধু এ দুই অস্ট্রেলিয়ানই নয়, ভারতের সাবেক ক্রিকেটার এবং কোচ রবি শাস্ত্রী, ধারাভাষ্য দেওয়ার সময়, বলেছিলেন যে বল ব্যাটে লেগেছে বলেই তিনি মনে করেছেন।

তবে জয়সওয়ালের আউট ভারতের জন্য মারাত্মক প্রভাব ফেলে ম্যাচে। এরপর তারা আর টিকতে পেরেছে নয় ওভার। শেষ চারটি উইকেট হারিয়ে এরপর মাত্র ১৫ রান করে ১৫৫ রানে গুটিয়ে যায় তারা। ২৮ রানে ৩টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে নেতৃত্ব দেন কামিন্স। ফলে বোর্ডার-গাভাস্কার সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

এদিকে ভারতের আরেক কিংবদন্তি খেলোয়াড় সুনীল গাভাস্কার প্রযুক্তির ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন, 'যদি প্রযুক্তির প্রমাণ গ্রহণ না করা হয়, তবে এর ব্যবহার কীসের জন্য? ভারতীয়দের দৃষ্টিভঙ্গি থেকে এটি অবশ্যই প্রশ্নের জন্ম দেবে।'