অনুমিতভাবেই টেস্টের বর্ষসেরা বুমরাহ

By স্পোর্টস ডেস্ক

লাল বলের সংস্করণে বছরে নিজের সেরা পারফরম্যান্স করে অনুমিতভাবেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ২০২৪ সালে বুমরাহ ছিলেন বিশ্বের সবচেয়ে সফল বোলার। ঘরে ও বাইরে দুর্দান্ত পারফরম্যান্স করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতে লড়াইয়ে রাখেন তিনি।

সোমবার আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বুমরাহকে ২০২৪ সালে টেস্টের সেরা নির্বাচিত করে। ডানহাতি পেসার এই পুরস্কার পেলেন এবারই প্রথম।

পিঠের ইনজুরির কারণে দীর্ঘ সময়ের অনুপস্থিতির পরে ২০২৩ সালের শেষের দিকে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফিরে আসার পরে  বুমরাহ অবিশ্বাস্য পারফর্ম করছেন।

ডানহাতি স্পিডস্টার ঘরের মাঠে ভারত, ইংল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ায় অ্যাওয়ে সিরিজেও তিনি ছিলেন সেরা পারফর্মার।

২০২৪ সালে টেস্ট ক্রিকেটে ৭১ উইকেট নিয়ে বুমরাহ ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। তার ধারেকাছেও নেই কেউ ৫২ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইংল্যান্ডের গাস অ্যাটকিনসন।

পুরো বছর জুড়ে বুমরাহর বোলিং গড় ছিলো ছিল ১৪.৯২।  প্রতি ৩০ বলে তিনি তুলেছেন একটি করে উইকেট।