এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ভারত ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা আগামী ২২ মার্চ শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ মে।
প্রচলিত নিয়ম অনুসারে, আইপিএলের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল হয়ে থাকে আগের আসরের চ্যাম্পিয়নদের মাঠে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। রোববার প্রকাশিত সূচি অনুসারে, উদ্বোধনী ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে শিরোপাধারী কলকাতা নাইট রাইডার্স মোকাবিলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। একই ভেন্যুতে হবে শিরোপা নির্ধারণী লড়াই।
আইপিএল শুরুর তারিখ প্রথমে ছিল ১৪ মার্চ। এরপর এক সপ্তাহ পিছিয়ে তা নেওয়া হয়েছিল ২১ মার্চ। চূড়ান্ত সূচিতে আরও একদিন পিছিয়ে প্রতিযোগিতার ১৮তম আসর মাঠে গড়াবে আগামী ২২ মার্চ।