কোহলির জন্যই এবার আইপিএল জিতবে আরসিবি, বিশ্বাস ওয়াটসনের
আইপিএলের শক্তিশালী দল হলেও এখনো পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক ট্রফি জিতলেও এখনো আইপিএলের শিরোপা জিততে পারেননি বিরাট কোহলিও। দলটির ইতিহাসের সেরা তারকার জন্য হলেও এবার সাফল্য ধরা দিবে আরসিবির। এমনটাই মনে করছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়াটসন।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে আজ রাতে পাঞ্জাবের মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিপক্ষে নামবে আরসিবি। জিতলেই নিশ্চিত হয়ে যাবে ফাইনাল। হারলেও দ্বিতীয় কোয়ালিফায়ার খেলে উঠার সুযোগ থাকবে।
পুরো আসরে দারুণ ক্রিকেট উপহার দিয়ে ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে আরসিবি। ওয়াটসনের মতে প্লে অফ ও ফাইনালে ম্যাচ সেরা হয়েই দলকে জেতাবেন আরসিবি, 'আমি অনেক ভেবে বলছি ২০২৫ সালের আইপিএল জিতবে আরসিবি। এবং আমার কাছে ম্যাচ সেরা বিরাট কোহলি, দ্য গ্রেট ম্যান। এটাই আসলে কারণ। আমার মন বলছে এবার আরসিবি। টুর্নামেন্টের শেষ দিকে তাদের কিছু যদি, কিন্তু দেখা দিয়েছে, তবে জশ হ্যাজেলউড প্লে অফে ফিরছে। আমার মন সায় দিচ্ছে এবার হবে।'
It really has been another incredible season of @IPL
— Shane Watson (@ShaneRWatson33) May 28, 2025
The playoffs are truly going to be epic!!
Here are my predictions for who I think is going to win IPL18.
Make your predictions on Wolf777 now.#watson #wolf777 #wolf777exchange #cricket #ipl18 #playoffs… pic.twitter.com/2faVKyI7jW
বরাবরের মতন এবারও আইপিএলে দারুণ ছন্দে আছেন কোহলি। ১৩ ম্যাচে করে ফেলেছেন ৬০২ রান। সেরা তিনি হতেই পারেন। ওয়াটসন এক্ষেত্রে কোহলির ১৮ নম্বর জার্সির দিকে ইঙ্গিত করে আইপিএলের ১৮তম আসরে আরসিভির জয়ের সমীকরণ মেলাচ্ছেন, 'বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর সবকিছু আবার নতুন করে শুরু হচ্ছে বলে মনে হচ্ছে। পাঞ্জাব কিংস, গুজরাট টাইটান্স এবং মুম্বাই ইন্ডিয়ান্সকে হারানো খুব কঠিন হবে। আমার মনে হয়, মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেই আরসিবিকে অসাধারণ খেলতে হবে, কারণ তাদের কোনো দুর্বলতা নেই। তবুও, আমার মনে হয় এবার আরসিবির সময় এসেছে। আমরা সবাই জানি ১৮ নম্বরের অর্থ কী। আমি মনে করি কোহলিই সেই ব্যক্তি, যিনি শেষ পর্যন্ত আরসিবিকে তাদের প্রথম আইপিএল ট্রফি এনে দেবেন।'