পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচই মিরপুরে

By স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির সময়েই ঠিক হয়েছিলো এই সিরিজ। ফিরতি সফরে টি-টোয়েন্টি খেলতে আসার কথা ছিলো বাংলাদেশের। এবার সূচিও চূড়ান্ত হয়ে গেল। শ্রীলঙ্কা সফরের পর পরই মিরপুরে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে লিটন দাসের দল।

১৬ জুলাই ঢাকায় আসবে পাকিস্তান দল। ওই দিনই শ্রীলঙ্কায় শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। পরদিন ঢাকায় ফিরবেন লিটনরা। ফিরেই অবসরের সুযোগ নেই। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই সন্ধ্যা ৬টায়। দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ যথাক্রমে ২২ ও ২৪ জুলাই একই সময়ে। সিরিজ শেষ করে ২৫ জুলাই দেশে ফিরে যাবে পাকিস্তান দল।

তারিখ  সূচি      শুরু     ভেন্যু-           -

২০ জুলাই        ১ম টি-টোয়েন্টি            সন্ধ্যা ৬টা, মিরপুর

২২ জুলাই        ২য় টি-টোয়েন্টি           সন্ধ্যা ৬টা, মিরপুর

২৪ জুলাই        ৩য় টি-টোয়েন্টি           সন্ধ্যা ৬টা, মিরপুর