অবিশ্বাস্য ব্যাটিং ধসে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের বড় হার

By ক্রীড়া প্রতিবেদক

বুধবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৭৭ রানে হারল বাংলাদেশ।

২৪৫ রানের লক্ষ্য তাড়ায় এক পর্যায়ে বাংলাদেশের রান ছিল ১ উইকেটে ১০০। তানজিদ হাসান তামিম (৬১ বলে ৬২ রান) ও নাজমুল হোসেন শান্ত (১৬ বলে ২৩ রান) দ্বিতীয় উইকেটে গড়েছিলেন ৭১ রানের জুটি। এরপর শ্রীলঙ্কার দুই স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিসের বিপরীতে অবিশ্বাস্য ব্যাটিং ধস। ২৬ বলের মধ্যে মাত্র ৫ রানে পড়ে যায় ৭ উইকেট।

১০৫ রানে অষ্টম উইকেটের পতনের পর বাংলাদেশের হার একরকম নিশ্চিত হয়ে যায়। শেষদিকে ব্যবধান কমান জাকের আলী (৬৪ বলে ৫১ রান)।

পূর্ণ মেয়াদে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক হিসেবে হার দিয়ে যাত্রা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। এই সংস্করণে এর আগে বিভিন্ন সময়ে আরও চারটি ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সবগুলোতেই হেরেছিল বাংলাদেশ।