আগ্রাসী উদযাপনে সিরাজের শাস্তি, ‘হাস্যকর’ বললেন ব্রড 

By স্পোর্টস ডেস্ক

বেন ডাকেটকে আউট করে উদযাপনে বেশ আগ্রাসী প্রতিক্রিয়া দেখিয়েছিলেন মোহাম্মদ সিরাজ। এমন আচরণকে শৃঙ্খলাভঙ্গ হিসেবে দেখছে আইসিসি। ভারতীয় পেসারকে তাই জরিমানা করেছে তারা। তবে এই ঘটনায় শাস্তি দেয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ইংল্যান্ডের সাবেক পেসার স্টুয়ার্ট ব্রড। এই শাস্তিকে হাস্যকর বলছেন তিনি।

লর্ডস টেস্টের চতুর্থ দিনে সকালে ডাকেটকে ক্যাচ বানান সিরজা। ইংলিশ ওপেনারকে ফিরিয়ে প্রায় তার মুখের কাছে গিয়ে করেন আগ্রাসী উদযাপন। তখনই আম্পায়ারদের সিরাজের সঙ্গে কথা বলতে দেখা যায়।

একদিন পর আইসিসি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আচরণবিধির ২.৫ ধারা লঙ্ঘন করেছেন সিরাজ। এর ফলে তার ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা যাবে। আচরণবিধির এই ধারায় বলা আছে 'কথা, অঙ্গভঙ্গির মাধ্যমে আউট হওয়া ব্যাটসম্যানের উদ্দেশে আক্রমণাত্মক আচরণ করা'। এই ঘটনায় সিরাজ নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি।

এই খবর প্রকাশিত হওয়ার পর এক্স হেন্ডেলে সমালোচনা করেন ব্রড। তৃতীয় দিনের শেষ বিকেলে জ্যাক ক্রলির সময় নষ্ট করার পর শুবমান গিলের গালাগালিকে সামনে নিয়ে আসেন ইংল্যান্ডের সাবেক পেসার। সিরাজের শাস্তিকে তিনি তুলনা করে হাস্যকর বলে রায় দেন, 'এটা হাস্যকর লাগছে। সিরাজকে আগ্রাসী উদযাপনের জন্য ১৫% জরিমানা করা হলো। আর গিল সরাসরি টিভিতে গালাগালি করে চলে গেল, তাতে কী হলো? হয় দু'জনেরই শাস্তি হওয়া উচিত, নয়তো কারোই না। খেলোয়াড়রা রোবট নয় এবং তাদের রোবট হওয়া উচিতও নয়, কিন্তু ধারাবাহিকতাই মূল বিষয়।'

ব্রডের এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে যে, ক্রিকেটে খেলোয়াড়দের আচরণের জন্য শাস্তির নিয়মকানুন কতটা সুনির্দিষ্ট এবং তা কতটা নিরপেক্ষভাবে প্রয়োগ করা হয়।