অস্ট্রেলিয়ায় অল্প রানেই গুটিয়ে গেল ‘এ’ দল
অস্ট্রেলিয়ার মাঠে দীর্ঘ পরিসরের ম্যাচে নেমে কঠিন চ্যালেঞ্জ টের পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। সাউথ অস্ট্রেলিয়া রাজ্য দলের বিপক্ষে মাহমুদুল হাসান জয়, মাহিদুল ইসলাম অঙ্কনরা টেনটুনে তিন অঙ্ক স্পর্শ করেই প্রথম ইনিংসে গুটিয়ে গেছেন।
বৃহস্পতিবার ডারউইনে শুরু হওয়া চারদিনের ম্যাচে প্রথম ইনিংসে টস হেরে ব্যাট করতে নেমে স্রেফ ১১৪ রানে গুটিয়ে গেছে। দলের মাত্র তিনজন যেতে পেরেছেন দুই অঙ্কে, মূল ব্যাটারদের সবাই হয়েছেন ব্যর্থ।
এক পর্যায়ে ৬৬ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিলো 'এ' দল। এগারো নম্বরে নামা পেসার এনামুল হক ২৭ বলে ২৭ রান করে দলকে তিন অঙ্কে নিয়ে যান, তার ইনিংসই দলের সর্বোচ্চ। এতে বোঝা যায় ব্যাটারদের অবস্থা ছিলো কতটা বেহাল। বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান ২২ ও শাহাদাত হোসেন দিপু করেন ২৫ রান।
ব্যাটিংয়ে গিয়ে ৮ম ওভারের মধ্যে ২৩ রানে তিন টপ অর্ডারকে হারায় 'এ' দল। দিপু প্রতিরোধ গড়লেও বাকি আর কেউ দাঁড়াতে পারেননি। আসা যাওয়ার মিছিলে মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বিরা ফেরেন অল্প রানে।