ভারত-পাকিস্তান মহারণ: শুরুর কয়েক ঘণ্টা আগেও টিকিট অবিক্রীত

By স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগেও সম্পূর্ণ টিকিট বিক্রি হয়নি। শত শত টিকিট এখনও অবিক্রীত রয়ে গেছে। দর্শক টানতে টুর্নামেন্টটির আয়োজকেরা দাম কমিয়ে দিলেও তাতে কাজ হচ্ছে না।

রোববার 'এ' গ্রুপের বহুল প্রতীক্ষিত ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাইতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে শুভ সূচনা করেছে এবারের এশিয়া কাপে। তবে নেট রান রেটের হিসাবে ভারত গ্রুপের শীর্ষে ও পাকিস্তান দুইয়ে অবস্থান করছে।

কাতারি সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রিমিয়াম আসন, প্যাভিলিয়ন আসন ও হসপিটালিটি বক্সের সিট এখনও খালি আছে। ম্যাচ শুরুর ঘণ্টা কয়েক আগ পর্যন্ত সেগুলোর টিকিট বিক্রি হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানিয়েছে, বিক্রি বাড়ানোর জন্য স্ট্যান্ডার্ড টিকিটের দাম কমিয়েছে আয়োজকরা। আগে দাম ছিল ১২৯.৩২ মার্কিন ডলার। এখন তা কমিয়ে আনা হয়েছে ৯৫.২৯ ডলারে।

এশিয়া কাপের টিকিট কেনার জন্য একমাত্র অনুমোদিত প্ল্যাটফর্ম প্ল্যাটিনামলিস্ট জানিয়েছে, ২১২.৫৩ ডলার দামের প্রিমিয়াম আসন এবং ২৫৫.০৪ ডলার দামের পূর্ব ও পশ্চিম প্যাভিলিয়ন আসনের টিকিট এখনও অবিক্রীত রয়েছে।

চলতি বছরের শুরুতে একই মাঠে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তখন ২৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামটির সব টিকিট মাত্র চার মিনিটের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল।

দুবাইয়ের প্রচণ্ড গরম এবার দর্শকদের আগ্রহ কমিয়ে দিয়েছে। তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকছে। আর্দ্রতাও অনেক বেশি।

এছাড়া, ভূরাজনৈতিক উত্তেজনার কারণে ভারতের অনেক রাজনীতিবিদ ও সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কটের ডাক এসেছে। আবার বিরাট কোহলি, রোহিত শর্মা ও বাবর আজমের মতো তারকা খেলোয়াড়ও নেই এবারের টুর্নামেন্টে। এসব বিষয় টিকিট বিক্রির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করা হচ্ছে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) অবশ্য টিকিট কম বিক্রি হওয়া নিয়ে এখনও কিছু জানায়নি। তারা খেলা শেষে দর্শক উপস্থিতির সংখ্যা প্রকাশ করবে।

সব কিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের সুপার ফোরে আবারও মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এমনকি দুই দলের মধ্যে তৃতীয়বারের মতো লড়াই হতে পারে ফাইনালে।