শাহীনদের বিদেশি লিগে খেলতে দেবে না পিসিবি, এশিয়া কাপ ব্যর্থতারই শাস্তি?

By স্পোর্টস ডেস্ক

ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হারের একদিন পর বড় এক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তানি তারকা ক্রিকেটারদের বিদেশে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিখে অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে আসন্ন মৌসুমে সাতজন পাকিস্তানি খেলোয়াড়ের খেলার কথা ছিলো। এছাড়াও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), লঙ্কান প্রিমিয়ার লিগেও নিয়মিত খেলতে দেখা যায় বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটারকে।  সেই দ্বার আপাতত বন্ধ হয়ে গেল তাদের। 

বোর্ডের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা সুমাইর আহমেদ সৈয়দ ২৯ সেপ্টেম্বর একটি বিজ্ঞপ্তি পাঠিয়ে খেলোয়াড় এবং এজেন্টদের এই সিদ্ধান্তের কথা জানান।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এই  বিজ্ঞপ্তি হাতে পেয়েছে। গণমাধ্যমটি জানায় বিজ্ঞপ্তিতে লেখা আছে, 'পিসিবি চেয়ারম্যানের অনুমোদনক্রমে, খেলোয়াড়দের লিগ এবং অন্যান্য বিদেশি টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দেওয়া সমস্ত নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।'

এই পদক্ষেপ কেন নেওয়া হয়েছে তার কোনো কারণ জানানো হয়নি। কিছু রিপোর্টে বলা হয়েছে যে পিসিবি এনওসি-কে একটি পারফরম্যান্স-ভিত্তিক ব্যবস্থার সাথে যুক্ত করতে চায়, যার মানদণ্ড এখনও প্রকাশ্যে আনা হয়নি। বোর্ডের দৃষ্টিকোণ থেকে, এর লক্ষ্য হলো খেলোয়াড়দের জাতীয় ও ঘরোয়া পারফরম্যান্সের জন্য উৎসাহিত করা। তবে, এই মুহূর্তে এনওসি স্থগিতাদেশ তুলে নেওয়ার আগে এই মূল্যায়ন কত দিন ধরে চলবে, সে সম্পর্কে কোনো তথ্য নেই।

এশিয়া কাপের ফাইনালে উঠলেও চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে তিনটি ম্যাচেই হারে পাকিস্তান। প্রথম দুটিতে হার ছিলো বড় ব্যবধানে।

বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহীন আফ্রিদিসহ সাতজন পাকিস্তানি খেলোয়াড়ের এই মৌসুমে বিগ ব্যাশ লিগে খেলার কথা রয়েছে, যা ডিসেম্বরে শুরু হবে। এছাড়াও, আইএলটি২০ নিলামের জন্য সংক্ষিপ্ত তালিকায় ১৬ জন পাকিস্তানি খেলোয়াড় রয়েছেন। বিপিএলেও পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদা থাকে অনেক।