টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে নেই হৃদয়
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের টস ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান। এই ম্যাচে বাংলাদেশ নেমেছে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে।
শারজায় বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাট করে প্রতিপক্ষের উপর চাপ প্রয়োগের পরিকল্পনায় হেঁটেছেন রশিদ। নিয়মিত অধিনায়ক লিটন দাস না থাকায় এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলি অনিক। বাংলাদেশ একাদশে নেই মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। তার বদলে একাদশে ফিরেছেন তানজিদ হাসান তামিম।
এশিয়া কাপে দুই দলের সর্বশেষ দেখায় জিতেছিলো বাংলাদেশ, সেই জয়েই পা রাখতে পেরেছিল সুপার ফোরে।
আফগানিস্তান একাদশ: রাহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অতল, দারবিশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মোহাম্মদ নবি, শারাফুদ্দিন আশরাফ, নুর আহমেদ, মোহাম্মদ ইশাক, ফরিদ আহমেদ।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান।