আফগানিস্তানকে হারাতে ১৫২ রানের লক্ষ্য পেল বাংলাদেশ
মাঝের ওভারে দারুণ বল করে আফগানিস্তানকে চেপে ধরেছিলো বাংলাদেশ। কিন্তু মোহাম্মদ নবি আর শারাফুদ্দিনের শেষ আশরাফের শেষ দিকের ঝড়ে ঠিকই রশিদ খাদের দল করে ফেলেছে দেড়শো ছাড়ানো পুঁজি।
শারজায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে ১৫১ রান করেছে আফগানিস্তান। কিছুটা ধসে আসা উইকেটে বাংলাদেশের ব্যাটারদের সামনে তাই চ্যালেঞ্জ খুব কম নয়।
আফগানদের হয়ে ৩১ বলে সর্বোচ্চ ৪০ রান করেন রাহমানুল্লাহ গুরবাজ, ২৫ বলে ৩৮ করেন মোহাম্মদ নবি, শারাফুদ্দিন ১২ বলে খেলেন অপরাজিত ১৭ রানের ইনিংস।
আগে ব্যাটিং বেছে নেওয়া আফগানিস্তান ইনিংসে চতুর্থ ওভারে প্রথম ধাক্কা দেয় বাংলাদেশ। নাসুম আহমেদকে সরে খেলতে গিয়ে বোল্ড হন ইব্রাহিম জাদরান। পরের ওভারে সেদিকুল্লাহ অতল কাবু হন তানজিম হাসান সাকিবের। ছন্দহীন রাহমানুল্লাহ গুরবাজ তিনে নেমে নেন দায়িত্ব। দারবিশ রাসুলি, মোহাম্মদ ইশাকদের ব্যর্থতার দিনে ইনিংস টেনে নিচ্ছিলেন তিনি, রানের চাকা শ্লথ হলে পরে বাড়ান গতিও। যদিও গতি বাড়াতে গিয়েই তানজিমের স্লোয়ারে ক্যাচ তুলে ৩১ বলে ৪০ করে বিদায় তার।
আজমাতুল্লাহ ওমরজাইর উপর অনেক আশা ছিলো আফগানদের। ছন্দে থাকা ব্যাটার রিশাদ হোসেনের লেগ স্পিনে গতি গড়বড় করে ক্যাচ উঠিয়ে থামেন। শেষ দিকে রান বাড়ানোর কারিগর মোহাম্মদ নবি। তাসকিন আহমেদের এক ওভারে তিন ছক্কায় দলকে দেখান লড়াইয়ের, ওই ওভারেই অবশ্য ক্যাচ উঠিয়ে বিদায় তার (২৫ বলে ৩৮)।
শেষ ওভারে গুরুত্বপূর্ণ ছয়-চার মেরে দলকে দেড়শো পার করান শারাফুদ্দিন।