ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে বিধ্বস্ত করল ভারত

By স্পোর্টস ডেস্ক

দুই দলের শক্তির তফার ম্যাচের প্রতিটি সেশনে, প্রতিটি ধাপে ফুটে উঠল। ওয়েস্ট ইন্ডিজের এই দলটা যে ভারতের কাছে বিধ্বস্ত হবে এটা ছিলো অনেকটা অনুমিত। ব্যবধান কী হয় সেটাই ছিলো দেখার, শেষ পর্যন্ত বড় ব্যবধানেই আহমেদাবাদে ক্যারিবিয়ানদের হারিয়েছে ভারত।

শনিবার আহমেদাবাদ টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে শেষ হয়ে গেছে ম্যাচ। সিরিজের প্রথম টেস্টে ভারত জিতেছে ইনিংস ও ১৪০ রানে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৬২ রানে গুটিয়ে যাওয়ার পর ভারত তিন সেঞ্চুরিতে তাদের ঘাড়ে চাপায় ৪৪৮ রানের বোঝা।

দ্বিতীয় ইনিংসে সেই বোঝার চাপেই আর হুড়মুড় করে ধসে যায় সফরকারীরা। রোস্টন চেজের দল অলআউট হয়েছে ১৪৬ রানে। প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে ৩১ রানে পান ৩ উইকেট। রবীন্দ্র জাদেজা ব্যাট হাতে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে বাঁহাতি স্পিনে তুলেন ৫৪ রানে ৪ উইকেট।

২৮৬ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরুর পর ৫০ রানেই পাঁচ উইকেট হারায় ক্যারিবিয়ান দল। তিনে নামা আলিক আথানজে ছাড়া প্রথম ছয় ব্যাটারের কেউই থিতু হতে পারেননি। শেষ দিকে জাস্টিন গ্রেইভস ২৫, জেডন সিলস ২২ রান করে কেবল হারের ব্যবধান কমিয়েছেন।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী শুক্রবার, দিল্লিতে। প্রাকৃতিক দুর্যোগ ছাড়া শক্তি-সামর্থ্যে বিস্তর ফারাক থাকা দুই দলের সিরিজের ফলও সহজে অনুমিত।