নারী বিশ্বকাপে মুখোমুখি ভারত-পাকিস্তান, ফের আলোচনায় ‘হ্যান্ডশেক’

By স্পোর্টস ডেস্ক

ভারতের পুরুষ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সম্প্রতি ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে 'আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়' বলে মন্তব্য করেছেন। এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

নারী ক্রিকেটে এই পার্থক্য আরও স্পষ্ট—পাকিস্তান কখনই ভারতের স্তরের সাথে পাল্লা দিতে পারেনি, বিশেষ করে লম্বা ফরম্যাটে। আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দুই রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ জাতি আইসিসি মহিলা বিশ্বকাপ-এর একটি ম্যাচে মুখোমুখি হবে, যেখানে সম্প্রতি পুরুষদের এশিয়া কাপে দেখা অসৌজন্যমূলক আচরণের মতোই উত্তেজনা প্রতিফলিত হবে বলে শঙ্কা করা হচ্ছে।

  • মহিলাদের ওয়ানডে-তে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান তাদের প্রথম জয় খুঁজছে। দু'দল ১১ বার মুখোমুখি হয়েছে এবং প্রতিবারই ভারত জয়ী হয়েছে।
  • দলগুলোর মধ্যেকার বিশাল পার্থক্য ফলাফলেই প্রতিফলিত: ভারত পাঁচবার ১০০-এর বেশি রানে জিতেছে, দুইবার ১০ উইকেটে জিতেছে এবং তাদের সবচেয়ে কম ব্যবধান ছিল ছয় উইকেট ও ৮০ রান।
  • দুবাইতে অনুষ্ঠিত সাম্প্রতিক এশিয়া কাপে ভারতীয় পুরুষ দল যে নজির স্থাপন করেছিল, সে অনুযায়ী ভারতীয় নারীরাও পাকিস্তানি খেলোয়াড়দেরন সঙ্গে প্রথাগত করমর্দন এড়িয়ে চলছেন বলে খবর পাওয়া যাচ্ছে।
  • হারমানপ্রীত কৌর-এর ভারত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করেছে এবং আজকের আরেকটি জয় তাদের টেবিলের শীর্ষে নিয়ে আসবে।
  • এদিকে, ফাতিমা সানা-র পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরেছে এবং এখনও তাদের প্রথম পয়েন্টের খোঁজে আছে।
  • গতকাল কলম্বোর একই ভেন্যুতে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটি এক বলও খেলা ছাড়াই বৃষ্টিতে ভেসে গেছে এবং আজকের খেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।