মোস্তাফিজ নেই, তানজিমকে নিয়ে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

By স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের অধিনায়ক জাকের আলি অনিক টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার শারজায় ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ইতোমধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজ জয় নিশ্চিত করেছে। এবার তাদের লক্ষ্য প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা।

এবারের সিরিজ হারটি আফগানিস্তানের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৫ সালের পর এটি সংযুক্ত আরব আমিরাতের মাটিতে তাদের প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হার। এর আগে তারা টানা নয়টি সিরিজ জিতেছিল।

বাংলাদেশ মাত্র একটি পরিবর্তন এনেছে একাদশে। বামহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে ডানহাতি পেসার তানজিম হাসান সাকিবকে।

বাংলাদেশ একাদশ:

পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক (অধিনায়ক), শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, দরবিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), মুজিব উর রহমান, বশির আহমেদ, ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমেদজাই।