নাটকীয়তা, বিতর্ক ও আইনি জটিলতা পেরিয়ে আজ বিসিবি নির্বাচন

By ক্রীড়া প্রতিবেদক

একটানা চলা নাটকীয়তা, বিতর্ক ও আইনি জটিলতা পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে।

মোট ১৫৭ জন ভোটার বা কাউন্সিলর আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে ভোট দেবেন। তাদের ভোটে ২৮ জন প্রার্থীর মধ্য থেকে ১৭ পরিচালক নির্বাচিত হবেন।

গতকাল আদালতের এক আদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন থাকা ১৫ ক্লাবের ভোটাধিকার পুনর্বহাল হওয়ায় নির্বাচনের হালচালে পরিবর্তন এসেছে। এর ফলে গত পরিচালনা পর্ষদের প্রভাবশালী পরিচালক ও পূর্বে বাতিল হওয়া প্রার্থী ইফতেখার রহমান মিঠুও পুনরায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পেয়েছেন।

এর আগে ওই ১৫ ক্লাবের ভোটাধিকার স্থগিত হওয়ায় সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ আরও ১৫ জন কাউন্সিলরের একটি পক্ষ সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে গত ১ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহার করেন।

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ) থেকে ইতোমধ্যে ছয় পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আজ এই ক্যাটাগরি থেকে আরও চারজন পরিচালক নির্বাচিত হবেন।

এছাড়া, ক্যাটাগরি-২ (ঢাকা মহানগরের ক্লাব) থেকে ১২ জন ও ক্যাটাগরি-৩ (অন্যান্য) থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সরাসরি আরও দুজন পরিচালক মনোনীত করবে। অর্থাৎ সব মিলিয়ে ২৫ জন পরিচালক নিয়ে গঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদ।

নতুন বোর্ড গঠনের পর পরিচালকদের ভোটে নতুন সভাপতি ও নতুন সহ-সভাপতি বেছে নেওয়া হবে। এটি নির্ধারণ করবে আগামী চার বছর বাংলাদেশের ক্রিকেট পরিচালনায় কারা নেতৃত্ব দেবেন।

আজকের নির্বাচনে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সহ-সভাপতি নাজমুল আবেদিন ফাহিম ঢাকা বিভাগ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছেন। কারণ, অভিজ্ঞ সংগঠক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। এই বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন।

গতকাল স্বচ্ছতার অভাব ও অনিয়মের অভিযোগ এনে ভোটের লড়াই থেকে রেদওয়ান সরে দাঁড়ালেও তার নাম ব্যালট পেপারে থাকবে। কারণ, প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ছিল ১ অক্টোবর।

নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, ৫৮ জন ভোটার ই-মেইলের মাধ্যমে ভোট দেবেন। আর বাকি কাউন্সিলররা সরাসরি ভোট দেবেন।

তামিম ও অন্যান্যদের করা সরকারি হস্তক্ষেপের অভিযোগ প্রসঙ্গে বিসিবি সভাপতি বুলবুল গতকাল বিসিবি প্রাঙ্গণে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি দায়িত্ব নেওয়ার পর গত চার মাসের কর্মকাণ্ডের ব্যাখ্যা দেন।

'নির্বাচন মানেই নির্বাচন। আমার একটি ভূমিকা ছিল। আমরা বিসিবির সংবিধান অনুযায়ী সব কিছু করেছি,' সাংবাদিকদের বলেন বুলবুল।

বুলবুল গত ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের কোটা থেকে বিসিবিতে যোগ দিয়ে পরে সভাপতি হন। এর আগে আটজন পরিচালক স্বাক্ষরিত অনাস্থাপত্রের প্রেক্ষিতে সাবেক সভাপতি ফারুক আহমেদকে এনএসসির কাউন্সিলর পদ থেকে অপসারণ করা হয়।

তবে ফারুক এবার ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক পদে মনোনয়ন পেয়েছেন এবং নির্বাচিত হওয়ার দৌড়ে শক্ত অবস্থানে আছেন।