বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পাল্টে গেল

By ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের পূর্বঘোষিত চূড়ান্ত সূচিতে কিছুটা বদল আনা হলো। ওয়ানডে সিরিজের একটি ও টি-টোয়েন্টি সিরিজের দুটি ম্যাচ এক দিন করে পিছিয়ে গেল।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর সূচি পাল্টানো হলেও কোনো কারণ ব্যাখ্যা করা হয়নি।

দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০ অক্টোবর। একদিন পিছিয়ে তা হবে ২১ অক্টোবর। একইভাবে একদিন করে পিছিয়ে প্রথম টি-টোয়েন্টি ২৭ অক্টোবর ও দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর মাঠে গড়াবে।

আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিনটি ওয়ানডে হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। খেলাগুলো শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

এরপর ২৪ অক্টোবর চট্টগ্রামে যাবে দুই দল। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। ম্যাচগুলো মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়।

ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি:

তারিখ ম্যাচ ভেন্যু সময়
১৮ অক্টোবর প্রথম ওয়ানডে মিরপুর দুপুর ১টা ৩০ মিনিট
২১ অক্টোবর

দ্বিতীয় ওয়ানডে

মিরপুর দুপুর ১টা ৩০ মিনিট
২৩ অক্টোবর তৃতীয় ওয়ানডে মিরপুর দুপুর ১টা ৩০ মিনিট
২৭ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
২৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি চট্টগ্রাম সন্ধ্যা ৬টা
৩১ অক্টোবর তৃতীয় টি-টোয়েন্টি চট্টগ্রাম সন্ধ্যা ৬টা