অ্যাশেজের আগে খারাপ খবর পেল অস্ট্রেলিয়া

By স্পোর্টস ডেস্ক

পিঠের ইনজুরির কারণে বোলিং শুরু করতে পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ফলে নভেম্বরের শেষ দিকে পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজের উদ্বোধনী টেস্টে তিনি খেলতে পারবেন না বলে বুধবার একাধিক স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

৩২ বছর বয়সী এই ফাস্ট বোলারপিঠের স্ট্রেস ইনজুরি থেকে সেরে উঠছেন, যা তাকে এই বছরের শুরুতে অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ভোগাচ্ছে।

সিডনি মর্নিং হেরাল্ড সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে গত সপ্তাহে পিঠের স্ক্যানে দেখা গেছে ইনজুরিটি এখনও সারেনি, যার ফলে কামিন্স পার্থের ম্যাচ থেকে বাদ পড়েছেন এবং এই ব্লকবাস্টার সিরিজের পাঁচটি টেস্টেই তার অংশগ্রহণ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্সের ফিটনেস নিয়ে তাদের কাছে কোনো নতুন তথ্য নেই।

যদি কামিন্স ২১ নভেম্বর থেকে পার্থে খেলার জন্য ফিট না হন, তাহলে সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ দলের নেতৃত্ব দিতে পারেন এবং স্কট বোল্যান্ড পেস আক্রমণে যোগ দেবেন।