বিশ্বকাপ বাছাইয়ের দলে নতুন মুখ জুয়াইরিয়া, ফিরলেন পিংকি

By ক্রীড়া প্রতিবেদক

নেপালে অনুষ্ঠেয় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব ২০২৬-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন এই দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণ মারকুটে ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস। এছাড়া দলে ফিরেছেন অভিজ্ঞ ওপেনার ফারজানা হক পিংকি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই স্কোয়াড প্রকাশ করে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাছাইপর্বে অংশ নিতে আগামী ১২ জানুয়ারি কাঠমান্ডুর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে টাইগ্রেসরা।

ঘরোয়া ক্রিকেটে 'ক্লিন হিটার' হিসেবে নজর কেড়ে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন জুয়াইরিয়া। মিডল অর্ডারে দলের ব্যাটিং শক্তি বাড়াতে তাকে দলে নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন পিংকি, যিনি টপ অর্ডারে মন্থর খেলার জন্য পরিচিত।

দলের সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন অভিজ্ঞ স্পিনার নাহিদা আক্তার। স্কোয়াডে ব্যাটিং লাইন-আপে আরও আছেন ফারজানা হক ও সোবহানা মোস্তারি। অলরাউন্ডার হিসেবে যথারীতি দলে আছেন রিতু মণি, ফাহিমা খাতুন ও স্বর্ণা আক্তার। পেস আক্রমণে মারুফা আক্তারের সঙ্গে থাকছেন ফারিহা ইসলাম তৃষ্ণা।

মূল স্কোয়াডের পাশাপাশি ৫ জন ক্রিকেটারকে রাখা হয়েছে অপেক্ষমাণ (স্ট্যান্ড বাই) তালিকায়।

বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, ঋতু মণি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুলতানা খাতুন।

অপেক্ষমাণ তালিকা: শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।