নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব নেপালে, সূচি ঘোষণা

By স্পোর্টস ডেস্ক

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর বাছাইপর্বের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ জানুয়ারি থেকে নেপালে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের পাশাপাশি সুপার সিক্স পর্বের সূচিও চূড়ান্ত করেছে আইসিসি। খেলাগুলো হবে নেপালের দুই মাঠে।

বাছাইপর্বের এই লড়াইয়ে অংশ নিচ্ছে ১০টি দেশ। ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই টুর্নামেন্টের শীর্ষ চারটি দল ২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় মূল বিশ্বকাপে খেলার টিকিট পাবে।

মূল টুর্নামেন্ট শুরুর আগে ১৪ ও ১৬ জানুয়ারি তিনটি মাঠে প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ভেন্যুগুলো হলো— ত্রিভুবন বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠ, আপার মূলপানি ক্রিকেট মাঠ এবং লোয়ার মূলপানি ক্রিকেট মাঠ। তবে ১৮ জানুয়ারি থেকে গ্রুপ পর্বের ম্যাচগুলো শুধুমাত্র ত্রিভুবন বিশ্ববিদ্যালয় এবং আপার মূলপানি মাঠে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ। ১৮ জানুয়ারি সকালে স্থানীয় সময় ৯টায় আপার মূলপানি মাঠে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগ্রেসরা। এরপর ২০ জানুয়ারি পাপুয়া নিউ গিনি, ২২ জানুয়ারি নামিবিয়া এবং ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে লড়বে লাল-সবুজরা।

অংশগ্রহণকারী ১০টি দলকে দুটি গ্রুপে (এ ও বি) ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপের শীর্ষ তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে। সেখান থেকেই নির্ধারিত হবে বিশ্বকাপের চার কোয়ালিফায়ার। ২৮ জানুয়ারি থেকে শুরু হবে সুপার সিক্সের রোমাঞ্চ।

এক নজরে বাছাইপর্বের সূচি

গ্রুপ 'এ' (বাংলাদেশসহ ৫ দল)

১৮ জানুয়ারি: যুক্তরাষ্ট্র বনাম বাংলাদেশ (সকাল ৯টা, আপার মূলপানি)

২০ জানুয়ারি: পাপুয়া নিউ গিনি বনাম বাংলাদেশ (সকাল ৯টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

২২ জানুয়ারি: বাংলাদেশ বনাম নামিবিয়া (দুপুর ১টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

২৪ জানুয়ারি: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড (দুপুর ১টা, আপার মূলপানি)

২৬ জানুয়ারি: নামিবিয়া বনাম আয়ারল্যান্ড (দুপুর ১টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

গ্রুপ 'বি'

১৮ জানুয়ারি: নেপাল বনাম থাইল্যান্ড (সকাল ৯টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

১৮ জানুয়ারি: জিম্বাবুয়ে বনাম নেদারল্যান্ডস (দুপুর ১টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

২০ জানুয়ারি: স্কটল্যান্ড বনাম নেদারল্যান্ডস (দুপুর ১টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

২২ জানুয়ারি: নেপাল বনাম নেদারল্যান্ডস (সকাল ৯টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

২৪ জানুয়ারি: নেপাল বনাম জিম্বাবুয়ে (দুপুর ১টা, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়)

সুপার সিক্স ও ফাইনাল পর্যায় ২৮ ও ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি সুপার সিক্সের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। স্বাগতিক নেপাল যদি সুপার সিক্সে কোয়ালিফাই করে, তবে তারা 'QB2' স্লটে খেলবে।

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ

১৪ জানুয়ারি (সকাল): বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস

১৬ জানুয়ারি (দুপুর): থাইল্যান্ড বনাম বাংলাদেশ