শ্রীলঙ্কাকে উড়িয়ে ‘বিশ্বকাপের প্রস্তুতি’ শুরু পাকিস্তানের
ব্যাট হাতে ঝড় তুললেন সাহেবজাদা ফারহান, আর বল হাতে ভেলকি দেখালেন চোট কাটিয়ে ফেরা শাদাব খান। দুইয়ের দাপটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে অনায়াসে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে আসন্ন বিশ্বকাপের প্রাক-প্রস্তুতিটাও রাজকীয়ভাবে সারল সালমান আলি আঘার দল।
বুধবার ডাম্বুলায় টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ১২৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ২০ বল হাতে রেখেই ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি পাকিস্তানের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতার কারণে টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে তারা। ফলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মিশনে প্রথম দিনেই সফল পাকিস্তান।
এদিন ম্যাচের দৃশ্যপট বদলে দেন শাদাব খান। কাঁধের অস্ত্রোপচার শেষে দীর্ঘ সাত মাস পর জাতীয় দলে ফিরেই নিজের প্রথম ওভারে জোড়া উইকেট তুলে নেন এই লেগ-স্পিনার। তার ছোবলে শুরুতেই দিক হারায় লঙ্কানরা।
ম্যাচ শেষে পুরস্কার হাতে শাদাব বলেন, 'চোট থেকে ফিরে আসা সবসময় চ্যালেঞ্জিং। তবে এখানকার উইকেট থেকে আমি সহায়তা পেয়েছি। যেহেতু বিশ্বকাপের সব ম্যাচ আমাদের এখানেই খেলতে হবে, তাই এই সিরিজটি আমাদের জন্য দারুণ সুযোগ।'
শাদাবের পাশাপাশি বল হাতে আলো ছড়িয়েছেন আবরার আহমেদ ও সালমান মির্জা। আবরার ২৫ রানে ৩টি এবং বাঁহাতি পেসার সালমান ১৮ রানে ৩টি উইকেট শিকার করেন। লঙ্কানদের ইনিংস থামে ৪ বল বাকি থাকতেই।
১২৯ রানের লক্ষ্য তাড়ায় পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ুব ও সাহেবজাদা ফারহান শুরু থেকেই চড়াও হন। বিশেষ করে লঙ্কান পেসার নুয়ান থুশারাকে লক্ষ্য বানিয়ে প্রথম দুই ওভারেই ৩১ রান তুলে নেন তারা। মাত্র ২৫ বলে পাকিস্তানের দলীয় সংগ্রহ পঞ্চাশ ছাড়ায়।
ফারহান ৩৬ বলে খেলেন ৫১ রানের ঝকঝকে এক ইনিংস। ৪টি চার ও ২টি ছক্কায় সাজানো এই ইনিংসটি তার ক্যারিয়ারের অষ্টম টি-টোয়েন্টি ফিফটি। ওপেনারদের তৈরি করে দেওয়া ভিতে দাঁড়িয়ে বাকি কাজটুকু অনায়াসেই সারেন মধ্যক্রমের ব্যাটাররা।
মাঠের বাইরের অস্থিরতা মাঠের পারফরম্যান্সেও স্পষ্ট ফুটে উঠেছে শ্রীলঙ্কার। সিরিজ শুরুর আগে অধিনায়ক ও নির্বাচক বদলে এলোমেলো হয়ে পড়া দলটি পাকিস্তানের সামনে কোনো প্রতিরোধই গড়তে পারেনি।
ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা বলেন, 'আমরা শুরুতেই খুব বেশি উইকেট হারিয়ে ফেলেছি। দ্রুত উইকেট না হারালে স্কোর অন্তত ১৫০ পার হতে পারত। এই ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে।'
আগামী শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।